শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

রাজশাহীতে বেসরকারি হাসপাতালে অপারেশন বন্ধ ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৪, ২০ সেপ্টেম্বর ২০২৩

Google News
রাজশাহীতে বেসরকারি হাসপাতালে অপারেশন বন্ধ ঘোষণা

অ্যানেসথেসিয়া চিকিৎসকদের ফি দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে রাজশাহী নগরীর সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অস্ত্রোপচার (অপারেশন) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা এসেছে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশন বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির এই ডাক দেয়।

সংগঠনটির রাজশাহী শাখার সভাপতি ডা. আব্দুল মান্নান জানান, সম্প্রতি অ্যানেসথেসিয়ার চিকিৎসকরা দ্বিগুণেরও বেশি ফি দাবি করছেন। একটি সিজার অপারেশনে রোগীকে অজ্ঞান করতে যেখানে ১ হাজার থেকে ১৫০০ টাকা ফি দেওয়া হতো, সেখানে এখন একই অপারেশনের জন্য তিন থেকে চার হাজার টাকা ফি দাবি করা হচ্ছে। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিয়ার পক্ষ থেকে এ ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে অপারেশন  কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এর সমাধান না হওয়া পর্যন্ত অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।

রাজশাহীতে বেসরকারি ৩২টি ক্লিনিক ও হাসপাতালে অপারেশন কার্যক্রম চালু আছে। 

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার দেয়া তথ্যমতে, অ্যানেস্থেসিওলজিস্টরা যে নতুন ফি নির্ধারণ করেছেন, তা বর্তমান ফির দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। এটি বাস্তবায়ন হলে রোগীরা ক্ষতিগ্রস্ত হবেন, সেই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোও ক্ষতিগ্রস্ত হবে। 

সংগঠনের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানের দাবি, অ্যানেস্থেসিওলজিস্টরা যে রেট নির্ধারণ করেছেন তা বাস্তবায়ন করলে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাবে। ফলে অনেক মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা খরচ সাধ্যের বাইরে চলে যাবে।

তিনি আরও বলেন, এই দাবির প্রতিবাদে আমরা বৃহস্পতিবার থেকে রাজশাহীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সব ধরনের অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমরা রোগীদের স্বার্থেই নিয়েছি।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের