শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

বিয়ের উপহার যখন কাঁচামরিচ!

নূর মোহাম্মদ

প্রকাশিত: ২৩:০৩, ২ জুলাই ২০২৩

Google News
বিয়ের উপহার যখন কাঁচামরিচ!

সংগৃহিত ছবি

দেশে বর্তমানে আলোচনার শীর্ষে কাঁচামারিচ। লাগামহীনভাবে বাড়ছে কাঁচামরিচের দাম। কোথায় ৫’শ, কোথাও ৬’শ আবার কোথাওবা হাজারে পৌঁছেছে কাঁচামরিচের দাম।

এবার বিয়ের অনুষ্ঠানে মূল্যবান কাঁচামরিচ উপহার দিয়ে আলোনায় এসেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কয়েক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে রসালু আলাচনা। রোববার (২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে একটি বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে দেয়া হয় এক কেজি কাঁচামরিচ।

স্থানীয়রা জানান, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌভাত অনুষ্ঠানে  ১ কেজি কাঁচামরিচ উপহার দেন তার  বন্ধুরা।

বিয়েতে উপহার নিয়ে আসা এস এম রায়হান জানান, দেশে যে হারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এ ছাড়া কাঁচামরিচ দাম বৃদ্ধির একটি  প্রতিবাদ বলে মনে করি আমি।

এদিকে কাঁচামরিচ উপহারের বিষয়টিকে এলাকার সচেতন মহলে বেশ সাড়া ফেলেছে। বিষয়টি প্রাসঙ্গিক ও ইঙ্গিতবহ হিসেবেই দেখছেন তারা। বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান জানান, আমাদের বৌভাত অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছে। তবে আফ্রিদের বন্ধুদের কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের