মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪,

১৯ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪,

১৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

শ্রেণিকক্ষ থেকে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২১

Google News
শ্রেণিকক্ষ থেকে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

স্কুলে ক্লাস করতে এসেছিল শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষে ঢুকতেই দেখতে পেল দরজা বন্ধ। জানালা দিয়ে দেখা গেল শিক্ষকের লাশ ঝুলছে। এ ঘটনায় পুলিশোকে দ্রুত খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই শিক্ষকের লাশ উদ্ধার করে।
 
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার একটি স্কুলের শ্রেণিকক্ষ থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষকের নাম নজরুল ইসলাম (৫০)। তিনি একই গ্রামের সালাউদ্দিন মাস্টারের ছেলে। তিনি সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের