শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৫ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

দেবরের বিরুদ্ধে ভাবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৮, ২৫ মে ২০২৩

Google News
দেবরের বিরুদ্ধে ভাবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

দেবরের বিরুদ্ধে ভাবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজারের পেকুয়ায় সীমানা দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে নিজের ভাবিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাখালী নামক ইউনিয়নের মাতবর পাড়ায় এ ঘটনাটি ঘটে। মৃত কহিনুর আক্তার (৪২) ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আমির হোছাইনের স্ত্রী।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হুমায়রা বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহতের মেয়ে রোকেয়া বেগম জানান, 'দুপুরে আমার চাচা আলী আহমদ আমাদের ভিটিতে এসে সীমানা দেওয়াল নির্মাণপূর্বক ঘর নির্মাণ কাজ শুরু করে। এসময় আমার মা তাতে বাধা দিলে চাচা আলী আহমদ ও তার স্ত্রী হুমায়রা বেগম মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাকে হত্যা করে।' 

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, 'নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে মামলা হবে। হত্যার ঘটনার জড়িত অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।'

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের