ফাইল ছবি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে পৃথক ঘটনায় তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানা
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে সুজন মিয়া (২৭) এবং একই উপজেলার বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে শাহেদ মিয়া
(৩৫)।
স্থানীয়রা জানান, ওই দুই যুবক স্থানীয় একটি গ্যারেজে রাতে তাদের অটোরিকশা চার্জে দেয়। সোমবার সকালে গ্যারেজ থেকে অটোরিকশা নেওয়ার জন্য গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে
মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শাহেদ মিয়া ব্যাটারিচালিত অটোরিকশাচালক। সোমবার সকালে গ্যারেজে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা
যান তিনি। অন্যদিকে সুজন মিয়াও বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
রেডিওটুডে নিউজ/জেএফ