বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

নওগাঁয় নদীতে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:২৪, ১৪ সেপ্টেম্বর ২০২১

Google News
নওগাঁয় নদীতে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন।

রোববার বেলা ১১টার দিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হন।

তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায়। রামচন্দ্রপুর গ্রামে তারা আত্মীয়বাড়ি বেড়াতে এসেছিলেন বলে ওসি আজম উদ্দিন জানিয়েছেন।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তাদের স্টেশনে ডুবুরি না থাকায়  ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা রোববার বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। রাত ৮টা  পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

“সোমবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে দক্ষিণ দিক থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।”

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের