বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৬, ১১ সেপ্টেম্বর ২০২১

Google News
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

ছবি: রেডিও টুডে

নদ-নদীর পানি কমতে থাকায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সবকটি নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কৃষি বিভাগ জানিয়েছে, বন্যায় আমন ও সবজির প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। যার বেশিরভাগই পুরোপুরি নষ্ট হওয়ার আশংকা করছেন তারা। 

অন্যদিকে পানি কমার সঙ্গে সঙ্গে তিস্তা ও ধরলার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তিস্তার অব্যাহত ভাঙনে রাজারহাটের গতিয়াশাম গ্রামটি এখন বিলুপ্তির পথে। সেখানে একটি স্কুল, এক হাজার পরিবারের ভিটেমাটি ও কয়েকশ হেক্টর জমির আবাদী জমি গত দু'মাসে বিলীন হয়েছে তিস্তা গর্ভে। এদিকে ধরলা নদীর ভাঙনে কিংছিনাই, জয়কুমর, বড়াইবাড়ি ও জগমোহনেরচরের বসতভিটা ও আবাদী জমি বিলীন হচ্ছে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের