আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল; ছবি- রেডিও টুডে
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৭ দিনব্যপী কঠোর লকডাউনে জেলা শহরের সবচেয়ে আক্রান্ত পৌর এলাকার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনকে সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
করোনা সংক্রমণ রোধে ৭দিন মাঠে থাকবে দুই প্লাটুন বিজিবি, চার প্লাটুন সেনা সদস্যসহ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
এসময় রাস্তাঘাট ফাঁকা থাকলেও অনেকেই দোকানপাট ও হোটেল রেস্তোরা খোলা রাখেন। এটি স্থানীয় প্রশাসনের নজরে আসে এবং তাদের সচেতন করতে শহরের জিয়াবাজার, দাদামোড়সহ বিভিন্ন এলকাায় সচেতনতা বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, ২২-বিজিবির পরিচালক লে.কর্ণেল জামাল উদ্দিন, রংপুর ৬৬ পদাাতিক ডিভিশনের ৩০ বীর সেনা কুড়িগ্রামের অধিনায়ক মেজর আবুল হাসনাত, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন ও পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।