বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ ৮ ঘন্টা গ্যাস থাকবে না

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৩, ২২ মার্চ ২০২৩

আপডেট: ০৮:৫৯, ২২ মার্চ ২০২৩

Google News
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ ৮ ঘন্টা গ্যাস থাকবে না

সংগৃহিত ছবি

রাজধানীর বেশকিছু এলাকায় পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এসব এলাকায় আজ বুধবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গতকাল মঙ্গলবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য বুধবার (২২ মার্চ) সকাল ১০টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।"

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই সময়ে আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের