বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

নতুন শিক্ষাক্রমেও দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২০:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২০:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

Google News
নতুন শিক্ষাক্রমেও দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

ডা. দীপু মনি (ফাইল ছবি)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, নতুন শিক্ষাক্রমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুইদিন ছুটি থাকবে। সারাবিশ্বে সপ্তাহে পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে শিক্ষক-শিক্ষার্থীরাও কিছুটা বিশ্রামের সুযোগ পাবেন।

চাঁদপুর সার্কিট হাউজে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)চাঁদপুর সার্কিট হাউজে সকাল ১১টায় সাংবাদিকদের সঙ্গে একথা জানান তিনি।

প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার সরকারি ছুটি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে শুধুমাত্র শুক্রবার ছুটি ছিল। যদিও বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনায় এনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণার বিষয়টি প্রথম আলোচনায় আসে।বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গত বছরের ২২ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত হয়। পরে এটি কার্যকরও হয়।

এই নিয়ম নতুন শিক্ষাক্রমেও থাকবে কিনা জানতে চাইলে ডা. দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমেও সপ্তাহে দুইদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্ত এটি বলেও জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ডেও এই নিয়ম চালু আছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের