সংগৃহিত ছবি
ট্রাকের পিছনের বাসের ধাক্কায় বগুড়ার নন্দীগ্রামে হেলপারসহ দুই জন নিহত হয়েছেন। ঘটনায় কমপক্ষে ১০ জন হয়েছেন আহত। আজ বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।নিহত হেলপারের নাম বাবু মিয়া (২৩), মারা যাওয়া আরেকজন হলেন— মাহবুব তালুকদার (৩৮)। সান্তাহার ডালপট্টি এলাকার আসাক তালুকদারের ছেলে তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, জেকে পরিবহনের একটি বাস বগুড়া থেকে রাজশাহী যাচ্ছিল। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের অদূরে বগুড়ার দিকে যাওয়া এক মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাসটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়।
এসময় মোটরসাইকেলটিও ট্রাকের নিচে চাপা পড়ে, চালক রাজু আহত হন। এদিকে ট্রাকের পিছনে ধাক্কায় বাসের বাম পাশ দুমড়ে মুচড়ে যায়। বাসের হেলপার ভেতরে আটকে সেখানেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের দুমড়ে মুচড়ে যাওয়া অংশ কেটে হেলপারের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত বাস যাত্রীদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
হাসপাতালে ভর্তির পর একজন মারা যান সেখানে। গুরুতর আহত আরও ৬ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
রেডিওটুডে নিউজ/এসবি