মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪,

১৯ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪,

১৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ২৯ জুলাই ২০২২

আপডেট: ১৭:৪৮, ২৯ জুলাই ২০২২

Google News
বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত

বগুড়া শহরতলীর মাটিডালি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে দিকে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলেন- শহরতলীর ধর্মপুর এলাকার আলহাজ কাজল শেখের ছেলে রেদোয়ান হাসান (২০) এবং একই এলাকার শাহিন শেখের ছেলে সাদিক হাসান (২০)। নিহতরা বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাবু সাহা জানান, মহাস্থান থেকে ছেড়ে আসা ট্রাকটি বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় আসলে অপরদিক থেকে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের