বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

সাংবাদিক রুবেলের দাফন সম্পন্ন, খুনের বিচার দাবি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৬, ৮ জুলাই ২০২২

Google News
সাংবাদিক রুবেলের দাফন সম্পন্ন, খুনের বিচার দাবি

কুষ্টিয়ায় নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর গোরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

দাফন শেষে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর গোরস্থান থেকে হাসপাতাল মোড় ও র‍্যাব ক্যাম্পের গলি হয়ে মজমপুরে পৌঁছায়। সেখানে রাস্তা বন্ধ করে অবস্থান নেন শতাধিক সাংবাদিক। হত্যাকারীদের গ্রেপ্তারে ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করেন। এ সময় সাংবাদিকরা হাসিবুর রহমান রুবেল হত্যার বিচারের দাবিতে বক্তব্য দেন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিল শেষে শহরের মজমপুর মোড়ে অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে অবস্থান নেন সাংবাদিকরা। 

এর আগে সকালে ময়নাতদন্ত শেষে লাশবাহী গাড়িতে রুবেলের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বেলা ১১টার দিকে পৌর গোরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে বক্তব্য দেন তার সহকর্মীরা। 

 

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের