সংগৃহিত ছবি
নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানচাপায় নরসিংদীর রায়পুরায় চার পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার পথচারী। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরার মিঠাবনহাটি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), একই উপজেলার মির্জাপুর এলাকার মোহর আলীর ছেলে ফারুক (৫০), নিলকুটি এলাকার সাইদ মিয়ার ছেলে মাসাকিন (৩০) এবংমাহমুদাবাদ এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। এ সময় বেশ কিছু দোকান, ইজিবাইককে চাপা দেয়। এতে বাজারে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই পথচারী মারা যায়। এ সময় আহত হয় অন্তত চার পথচারী।
ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন জানান, সকাল ৬টার দিকে মহাসড়কের মহামুদাবাদে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন দুজনসহ চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হলে তাদের স্থানীয়রা পুলিশের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
রেডিওটুডে নিউজ/এসবি