বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

আইসিটি মামলায় রেডিওটুডে’র রাঙামাটি প্রতিনিধি গ্রেপ্তার

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০৬:০৪, ৮ জুন ২০২২

আপডেট: ০৬:৩২, ৮ জুন ২০২২

Google News
আইসিটি মামলায় রেডিওটুডে’র রাঙামাটি প্রতিনিধি গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় রেডিওটুডে’র রাঙামাটি প্রতিনিধি ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাঁঠালতলীর নিজ ব্যবসা প্রতিষ্ঠান কাঁপাস মহল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, রাঙামাটির সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মামলায় এ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় অনলাইন পোর্টালে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এ মামলা করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ওয়ারেন্টভুক্ত সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কোনো সাংবাদিককে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে অবহিত না করে কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হবে না সম্প্রতি সরকারের দায়িত্বশীল দপ্তর থেকে এমন বক্তব্যের পরই রাঙামাটিতে এ সাংবাদিককে গ্রেপ্তার করা হলো।  

এদিকে ফজলে এলাহীকে গ্রেফতারের খবর শুনে থানা চত্বরে উপস্থিত হন রাঙামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাঙামাটি সাংবাদিক সমিতির নেতারা ফজলে এলাহীর মুক্তি দাবি করেছেন।

রেডিওটুডে নিউজ/এমএস/ইআ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের