
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-গুলিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কুমিল্লা আদর্শ সদর সেনাবাহিনীর একটি দল। রোববার দুপুরে তাদেরকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি দল শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি শর্টগান, ৯ রাউন্ড শটগানের বুলেট, ৪ রাউন্ড পিস্তল ও রিভলবারের বুলেটসহ বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগরীর ঝাউতলা এলাকার মো. নাইমুল ইসলাম নাঈম (৩৬), মো. জাবেদুর রহমান (২৯), কালিয়াজুড়ির আবির হামিদ মাহি (২১), মো. রাকিব (২১), ছোটরা এলাকার মো. সাজিদুল ইসলাম (২১), মোহাম্মদ আলী (২৪), মো. সাব্বির হোসেন (২১), ধর্মসাগর পাড় এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), মো. অপু (৪২) ও বুড়িচংয়ের সাদকপুর এলাকার মো. আবুল খায়ের (৩৯)।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার ১০ জনকে আমাদের নিকট হস্তান্তর করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।