বুধবার,

২৯ জানুয়ারি ২০২৫,

১৫ মাঘ ১৪৩১

বুধবার,

২৯ জানুয়ারি ২০২৫,

১৫ মাঘ ১৪৩১

Radio Today News

ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৮, ১৫ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:০৯, ১৫ অক্টোবর ২০২৪

Google News
ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খইয়াছড়া ঝরনা সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সীতাকুণ্ড উপজেলার সৈদয়পুর ইউনিয়নের বগাচতর গ্রামের মো. সায়েমের স্ত্রী কাজল রেখা (২৫), তার ছেলে মো. আনাস (৬ মাস) ও শাশুড়ি নুর জাহান বেগম (৬০)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে ভুট্টাবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপায় দেয়। এতে যাত্রীসহ অটোরিকশাটি ট্রাকে নিচে পড়ে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ও চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।  

চৌধুরীহাট হাইওয়ে পুলিশ সহকারী উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার শিকার গাড়ি দুইটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের