বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০৩, ৭ জানুয়ারি ২০২৪

Google News
চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় ভোটদানে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন বলেন, সকালে সিএন্ডবি মোড়ে বিএনপির ২০-৩০ জন নেতাকর্মী জড়ো হয়ে ভোটদানে বাধা ও নাশকতার চেষ্টা করেন। ‘এসময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া দিয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেল কয়েকজন পুলিশ সদস্যের গায়ে লেগেছে। তবে এতে কেউ আহত হয়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের