
ছবিঃ রেডিও টুডে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও পাওয়ার টিলার সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
শুক্রবার দুপুরে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের তালতলি এলাকায় এদ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর নাহার (৬৫) হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে তালতলি এলাকায় একটি পাওয়ার টিলারের সাথে সজোরে ধাক্কা খেয়ে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ পাঁজজন গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় নুর নাহারের মৃত্যু হয়।
রেডিওটুডে নিউজ/এসবি