কুমিল্লায় ঢাকাগামী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আপন দুই ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় চালকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ মে) দুপুর ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কবিচন্দ্রদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের বাসিন্দা আল আমিন (৩৬), তার বড় বোন দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী সালেহা বেগম (৪৬)। আহতরা হলেন অটোরিকশাচালক দাউদকান্দির তিনপাড়া গ্রামের শান্ত মিয়া (২৫), চাঁদপুরের আফারকান্দা গ্রামের রোকসানা আক্তার (৩৩) আফারকান্দা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান (২৫), তার স্ত্রী রীনা আক্তার (২২) ও তাদের আড়াই বছরের মেয়ে নুসরাত।
শুক্রবার বিকেলে দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন
রেডিওটুডে/এমএমএইচ