
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও থেমে নেই আমদানি-রপ্তানি। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নিয়মিত নেপালে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আলু। গতকাল রোববার (২০ এপ্রিল) বন্দরটি দিয়ে ৩৭৮ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বন্দরটি দিয়ে ২৭৩ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, আজ (গতকাল) নেপালে ৩৭৮ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, হাবিব ইন্টারন্যাশনাল, ঈশান অ্যাগ্রো ফার্ম। এছাড়া বন্দরটি দিয়ে নেপালে আলু রপ্তানি করছে মিয়ামি ড্রেডিং, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস অ্যাগ্রোসহ বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান। এখন পর্যন্ত ৪ হাজার ৮৭২ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম