রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

৩০ চৈত্র ১৪৩১

Radio Today News

মাতারবাড়ির কাছে মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা করছে সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৪, ১০ এপ্রিল ২০২৫

Google News
মাতারবাড়ির কাছে মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা করছে সরকার

মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দরের কাছাকাছি কোনও এক জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা করছে সরকার। এতে আরব আমিরাত ও চীনের মতো বড় অর্থনৈতিক শক্তির দেশ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এতে কমপক্ষে পনের হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

তিনি আরও জানান, আগামীতে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আলাদা একটি অঞ্চলের পরিকল্পনাও রয়েছে। তবে এজন্য নীতি পরিবর্তন করতে হবে। 

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চলছে চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনের তৃতীয় দিনেও চীন, ইউরোপীয় উন্নয়নসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। 

দিনব্যাপী সম্মেলনে শেষে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, বেশ কটি দেশই বিনিয়োগের কথা জানিয়েছে। এর মধ্যে দুবাই এর ডিপি ওয়াল্ড গ্রুপও রয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ জানান, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়ম এসেছেন আমাদের প্রোগ্রামে অংশ নিতে। তিনি আমিরাতের একজন ভিআইপি, এমনকি রাজপরিবারের খুব কাছের লোক। উনি একটা ছোট্ট প্রোগ্রাম করেছেন এখানে। তবে তার প্রোগ্রাম ফুল ছিল, এমনকি অনেক দর্শককে আমরা জায়গা দিতে পারিনি। ডিপি ওয়ার্ল্ড থেকে কারিগরি বিশেষজ্ঞ নিয়ে, বিভিন্ন সহায়তা নিয়ে আমরা ফ্রি ট্রেড জোন করার চেষ্টা করছি। এটি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সফরের মূল উদ্দেশ্য ছিল। উনি আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর এই বিষয় নিয়ে আলাপ করবেন।   

এসময় তিনি জানান, এবারের সামিটে এমন সাড়া পাওয়া গেছে যে অনেককে জায়গা দেওয়া যায়নি। অনেকে জায়গা না পেয়েও এসেছেন বিনিয়োগকারীদের দেখা পেতে। সেজন্য আমরা ভাবছি- আগামী সামিট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিয়ে যাবো। এটার চাহিদা ওখানেই বেশি।

বাংলাদেশ নিয়ে চীনের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, তাই আগামী মাসেই দেশটির বাণিজ্য মন্ত্রী ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিডা চেয়ারম্যান বলেন, আগামীতে প্রতিরক্ষা শিল্পেও বিনিয়োগ করতে চায় বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের