সোমবার,

০৭ এপ্রিল ২০২৫,

২৪ চৈত্র ১৪৩১

সোমবার,

০৭ এপ্রিল ২০২৫,

২৪ চৈত্র ১৪৩১

Radio Today News

স্থলবন্দর দিয়ে আবারও নেপালে রপ্তানি হলো ২৫২ টন আলু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৬, ৭ এপ্রিল ২০২৫

Google News
স্থলবন্দর দিয়ে আবারও নেপালে রপ্তানি হলো ২৫২ টন আলু

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ ৯ দিন বন্ধ থাকার পর গতকাল রবিবার পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। প্রথম দিনেই নেপালে আবারও আলু রপ্তানি হয়েছে ২৫২ মেট্রিক টন। এ নিয়ে প্রতিবেশী দেশটিতে মোট আলু রপ্তানি হলো দুই হাজার ৫৮৩ মেট্রিক টন।

দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা।

পাথর আমদানিনির্ভর স্থলবন্দরটি এখন আলু রপ্তানিতে সাড়া ফেলেছে। সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে সড়কে। সিগন্যাল মিললেই আলু নিয়ে ছুটবে প্রতিবেশী দেশ নেপালের উদ্দেশে। সড়কে আলু রপ্তানির এসব ট্রাক র্দাড়িয়ে থাকার দৃশ্যও দারুণ স্বস্তিদায়ক কৃষকদের কাছে।

তাঁদের আশা রপ্তানি অব্যাহত থাকলে মিলবে ভালো দর। স্টারিক জাতের যেসব আলু রপ্তানি হচ্ছে তা দেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা। থিংস টু সাপ্লাই ও স্বাধীন এন্টারপ্রাইজসহ কিছু প্রতিষ্ঠান নিয়মিত নেপালে আলু রপ্তানি করছে।

বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, ‘নেপালের মানুষ বাংলাদেশের উৎপাদিত আলু বেশি পছন্দ করে।

তাই তাদের চাহিদার জন্যই এখন নিয়মিত আলু রপ্তানি হচ্ছে। এখন পর্যন্ত দুই হাজার  ৫৮৩ মেট্রিক টন আলু রপ্তানি হলো দেশটিতে। ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে ৯ দিন বন্ধ থাকার পর রবিবার নেপালে ২৫২ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা আসছে তেমনি কৃষকরাও ভালো দাম পাবেন বলে আমরা আশা করছি।’

ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারী যাত্রী পারাপার অব্যাহত ছিল।

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলে। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত এই স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭৫ কোটি ৭৪ লাখ টাকা। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আদায় হয়েছে ৯১ কোটি দুই লাখ টাকা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের