সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

আবারও শুরু হলো ভূটান থেকে পাথর আমদানি 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৭, ২৮ মার্চ ২০২৫

Google News
আবারও শুরু হলো ভূটান থেকে পাথর আমদানি 

টানা আড়াই মাস বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে ভূটান থেকে পাথর আমদানি। এতে স্বস্তি ফিরেছে বন্দরের শ্রমিক, আমদানি-রপ্তানিকারকসহ ব্যবসায়ীদের মাঝে। 

আড়াই মাস বন্ধ থাকার পর পরীক্ষামূলক আমদানির প্রথম দিন আজ ভূটান থেকে ৪টি পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।

বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা জানান, ভারত ও ভূটানের মধ্যে চলা অভ্যন্তরীণ জটিলতায় (স্লট বুকিং দ্বন্দ্বে) ভূটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ ছিল। এছাড়াও গত বছর বিভিন্ন সমস্যায় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ২ মাস ভারতের পাথর আমদানি বন্ধ ছিল।

চলতি বছরের জানুয়ারিতে ভারতের পাথর আমদানি শুরু হলেও ভূটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে ট্রাক মালিক ও শ্রমিকরা ভুটানের পাথর বোঝাই ট্রাকগুলো স্লট বুকিং (সুবিধা অ্যাপস বা অনলাইনে ফি দিয়ে নিবন্ধন) এর আওতায় আনার দাবিতে আন্দোলন করলে ভূটান পাথর রপ্তানি বন্ধ করে দেয়। এতে করে স্থবিরতা নেমে আসে পুরো বন্দর এলাকা জুড়ে। আড়াই মাস পর ভূটান ভারতের সুবিধা অ্যাপসের আওতায় এসে ভূটান থেকে ৪টি পাথর বোঝাই গাড়ি বাংলাদেশে পাঠিয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত ও ভূটানের অভ্যন্তরীণ জটিলতায় ভূটান থেকে পাথর আমদানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকল সমস্যা কাটিয়ে পরীক্ষামূলক ভাবে পাথর আসা শুরু করেছে। প্রথম দিনে ভূটানের ৪টি পাথরের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আশা করি কোনো সমস্যা না হলে ঈদের ছুটির পর যথারীতি প্রতিদিন ভূটান থেকে পাথর আমদানি হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের