সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

স্থলবন্দর দিয়ে নেপালে আরও ১০৫ মেট্রিক টন আলু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৫, ২০ মার্চ ২০২৫

Google News
স্থলবন্দর দিয়ে নেপালে আরও ১০৫ মেট্রিক টন আলু

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আরও ১০৫ মেট্রিক টন আলু পাঠানো হয়েছে। বুধবার দুপুরে স্থলবন্দর দিয়ে ৫টি ট্রাকে আলুগুলো নেপালে পাঠানো হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, রপ্তানিকারকরা প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে আবেদন করে। এরপর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র ল্যাবে পরীক্ষা করার পর আলুগুলোকে ফাইটোসেনেটারি সার্টিফিকেট ইস্যু করা হয়।

রপ্তানির বিষয়ে তিনি জানান, আলুগুলো রপ্তানি করেছে থিংকস টু সাপ্লাই ও ফাস্ট ডেলিভারি নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে থিংকস টু সাপ্লাই ৪২ ও ফাস্ট ডেলিভারি ৬৩ মেট্রিক টন। এছাড়াও বন্দরটি দিয়ে হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস অ্যাগ্রো, সুফলা মাল্টি প্রডাক্টস লিমিটেড ও লোয়েড বন্ড লজেস্টিক নামের কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠানও নেপালে আলু রপ্তানি করছে। জাতগুলো হলো স্টারিজ এবং লেডিও রোজেটা।

উজ্জল হোসেন আরও জানান, কয়েকদিন পর বুধবার দুপুরে ৫টি ট্রাকে আরও ১০৫ মেট্রিক টন আলু নেপালে গেছে। প্রতি গাড়িতে ছিল ২১ মেট্রিক টন আলু। আলুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের