সোমবার,

২৩ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

সোমবার,

২৩ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

Radio Today News

পাকিস্তান থেকে ৮১১টি কনটেইনার নিয়ে চট্টগ্রামে এলো জাহাজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৭, ২২ ডিসেম্বর ২০২৪

Google News
পাকিস্তান থেকে ৮১১টি কনটেইনার নিয়ে চট্টগ্রামে এলো জাহাজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে নোঙর করেছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’। আজ রোববার ৮১১টি কনটেইনার নিয়ে চট্টগ্রামে ভেড়ে জাহাজটি। এবারের চালানে পরিশোধিত চিনি, গ্যাসের কাঁচামাল ডলোমাইট, সিমেন্টের কাঁচামাল সোডা অ্যাশ, কাপড়ের রোল, আলু ও গুড় এসেছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপকমিশনার সাইদুল ইসলাম জানান, জাহাজটির ২৮৫টি কনটেইনারে প্রায় সাড়ে ৩ হাজার টন চিনি, ১৭১ কনটেইনারে ডলোমাইট, ১৩৮ কনটেইনারে সোডা অ্যাশ, ৪৬টি কনটেইনারে কাপড়ের রোল, ১৮ কনটেইনারে আলু এবং ২০ কনটেইনার আখের গুড় রয়েছে।

রিজেন্সি লাইন্স লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, প্রথমবারের তুলনায় জাহাজটিতে এবার প্রায় দ্বিগুণ কনটেইনার এসেছে। এবারও এটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে পণ্য এনেছে। যার মধ্যে ৮৬ শতাংশ পাকিস্তানের এবং ১৪ শতাংশ আরব আমিরাতের। এটি প্রথমে ১১৩টি কনটেইনার নিয়ে করাচি যায়। সেখান থেকে আরও ৬৯৮টি কনটেইনার তুলে চট্টগ্রামে আসে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের