শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না: বাণিজ্য উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৭, ১৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৮:০৮, ১৭ ডিসেম্বর ২০২৪

Google News
ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না: বাণিজ্য উপদেষ্টা

কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য-উপাত্ত অনুযায়ী আলুর যে ঘাটতি ছিল, সেই ঘাটতি মোকাবেলা করতে ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

গতকাল সোমবার সাভারের হরিণধরায় বিসিক চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে ভারতের বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে আলুর মূল্য বৃদ্ধি পেয়েছে, যা খুবই দুঃখজনক।

বর্তমানে বাংলাদেশে পেঁয়াজ, সবজিসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে, তবে চাল ও তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারেও নানা কারণে এসব পণ্যের দাম বেশি।’
তবে শুধু ভারত নয়, চীন, পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশ থেকেও বাংলাদেশে পণ্য আমদানি করা হচ্ছে বলে জানান তিনি।

সেখ বশির উদ্দিন বলেন, ‘হাজারীবাগ থেকে যখন সাভারে ট্যানারি স্থানান্তর করা হয়, তখন থেকে (ট্যানারি) মালিকরা অনেক সমস্যায় ভুগছিলেন।

কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সুফল উদ্যোক্তারা ঠিকমতো পাননি। তাই আজ আমরা পরিদর্শন করে কোথায় কোথায় সমস্যা তা জানার চেষ্টা করেছি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের