বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

১৯ মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২২, ১১ নভেম্বর ২০২৪

Google News
১৯ মাস পর ভারত থেকে চাল আমদানি শুরু

দীর্ঘ ১৯ মাস পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টায় ভারতীয় দুটি চালবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের দাম কমবে বলে জানান ব্যাবসায়ীরা। 

মেসার্স সাইরাম ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান স্বর্ণা জাতের চাল আমদানি করেছে। ভারতে মারুতি ইন্টারন্যাশনাল নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ৪১০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করছে। 

আমদানিকারক মেসার্স সাইরাম ইন্টারন্যাশনাল এর প্রধান অনিমেষ কুমার জানান, ভারতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং আমদানিতে অধিক শুল্ক থাকায় আমদানি বন্ধ ছিল। সম্প্রতি ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশে আমাদানি শুল্ক প্রত্যাহার করায় চলতি মাসের ৩ তারিখে আবেদনের প্রেক্ষিতে গতকাল রোববার আমদানি অনুমতি পত্র (ইমপোর্ট পারমিট) দেয় খাদ্য মন্ত্রণালয়। এর একদিন পর এলসি খুলে আমদানি শুরু করা হয়েছে। এতে দেশের বাজারে চালের দাম কেজিতে অন্তত ৫-৬ টাকা কমে আসবে। 

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, এ বন্দরের ১০ জন আমদানিকারক সাড়ে ১২ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এলসির বিপরীতে বরাদ্দকৃত চাল আমদানি করতে পারবে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের