শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

Radio Today News

দরবৃদ্ধির শীর্ষে সালভো কেমিক্যাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৫, ৯ জুলাই ২০২৪

Google News
দরবৃদ্ধির শীর্ষে সালভো কেমিক্যাল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০৯ জুলাই) সালভো কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কাট্টালি টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। আর ৮ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিচ হ্যাচারি।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এইচ আর টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, প্রাইম ফাইন্যান্স ফান্ড, পেনিনসুলা চিটাগং, বিবিএস ক্যাবলস, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ই-জেনারেশন লিমিটেড।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের