শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

Radio Today News

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যমুনা অয়েল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৪, ৬ জুলাই ২০২৪

Google News
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যমুনা অয়েল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ জুন থেকে ৪ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

শনিবার (৬ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৬ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট্রোলিয়ামের ২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৩.২৭ শতাংশ। তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির ১৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ২.৩২ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ১২ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৬২ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্সেুরেন্সের ১২ কোটি ২৭ লাখ টাকা, সি পার্ল রিসোর্টের ১১ কোটি ৭৩ লাখ টাকা, ইউনিলিভার কনজ্যুমারের ১০ কোটি ৫১ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ৫৩ লাখ টাকা এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের