ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) নারী গ্রাহক ও এমপ্লয়ীদের নিজস্ব মেডিক্যাল সেবার ওপর ২৫ শতাংশ মূল্যছাড় দেবে প্রাভা হেলথ বাংলাদেশ।
সম্প্রতি ঢাকায় এতদ্বসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং প্রাভা হেলথের লীড, কর্পোরেট সেলস সৈয়দ সৌরভ কবীর।
ইবিএল হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অফ লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অফ প্রায়োরিটি এন্ড উইমেন ব্যাংকিং তানজেরি হক এবং প্রাভা হেলথের হেড অফ সেলস এন্ড মার্কেটিং শাহরিয়ার কবীর, মার্কেটিং ম্যানেজার আশরাফ সিদ্দিক ও সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রেডিওটুডে/এমএমএইচ