শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

মিনিস্টারের ফ্রিজ কিনলেই টিভি ফ্রি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৮, ২৭ নভেম্বর ২০২৩

Google News
মিনিস্টারের ফ্রিজ কিনলেই টিভি ফ্রি

শীত চলে আসলেও গ্রাহকদের মধ্যে ফ্রিজ কেনার প্রতি আগ্রহ কমেনি একবিন্দুও। আকর্ষণীয় আর নান্দনিক ডিজাইনের নানান মডেলের ফ্রিজ কিনে গ্রাহকগণ তাদের ঘর সাজাচ্ছেন। আর সেসব গ্রাহকদের জন্য মিনিস্টার কোম্পানি ‘হুলুস্থুল অফারে’ ফ্রিজের সাথে এলইডি কালার টেলিভিশন দিচ্ছে একদম ফ্রি। এছাড়াও রয়েছে ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ। পাশাপাশি গ্রাহকরা পাবেন আর্কষণীয় সব উপহার।

‘হুলস্থুল অফারে’ মিনিস্টারের M-600-6D মডেলের ফ্রিজ ক্রয়ে গ্রাহকগণ পাবেন ৩৪,৭৬৩ টাকার নগদ ক্যাশ ডিসকাউন্ট এবং সাথে ৪৩ ইঞ্চির এল ই ডি স্মার্ট টিভি একদম ফ্রি অথবা ফ্ল্যাট মাত্র ৮১,৫১০ টাকায়!

মিনিস্টার M-165 এর নির্দিষ্ট মডেলের ফ্রিজ পাওয়া যাবে ২৬,৯০০ টাকা থেকে ২৭,৪০০ টাকায়। সাথে থাকছে ৩০০০/- টাকার ক্যাশ ভাউচার। M-195 নির্দিষ্ট মডেলের ফ্রিজ পাওয়া যাবে ২৯,৯০০ টাকা থেকে ৩০,৯০০ টাকায় । আর সাথে থাকছে ৩,০০০/- টাকার ক্যাশ ভাউচার। মিনিস্টার M-252 এবং M-254 মডেলের ফ্রিজ নগদ ক্রয়ে ক্রেতারা পেয়ে যাবেন ২৪ ইঞ্চির এল ই ডি টিভি একদম ফ্রি। এছাড়াও মিনিস্টার M-255, M-256, M-285, M- 305, M-306, M-330, M-350, M-507, M-537, M-545 এবং M-573 মডেলের ফ্রিজ নগদে কিনলে ক্রেতা পাবেন ৩২ ইঞ্চির এল ই ডি টিভি একদম ফ্রি।

শুধু তাই নয়, M-170, M-175 মডেলের ফ্রিজের সাথে থাকছে ৩,০০০ টাকার ক্যাশ ভাউচার, M-222, M- 224, M-225, M-235 মডেলের ফ্রিজের সাথে থাকছে ৫,০০০ টাকার ক্যাশ ভাউচার এবং M-242, M-266, M-300, M-302, M-355 মডেলের ফ্রিজের সাথে থাকছে ৭,০০০ টাকার ক্যাশ ভাউচার। আবার এই হুলস্থুল অফারে সকল পণ্য ক্রয়ের সাথেই থাকছে ১,০০০ টাকার সমমূল্যের একটি আকষর্ণীয় উপহার।

সর্বশেষ সকল অফার বা যেকোন তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ তে অথবা যোগাযোগ করতে পারেন হটলাইনঃ 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের