আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে যমুনা গ্রুপ।
প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগ্রুপটি। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তারা।
আজ মঙ্গলবার যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইভ্যালির সঙ্গে যমুনা গ্রুপের একটি পার্টনারশিপ চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে খুব শিগগিরই সেখানে ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এরপর পর্যায়ক্রমে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। যমুনার এই বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এই বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যৎ উন্নয়ন এবং ব্যবসায়ের পরিধি বাড়াতে ব্যয় করা হবে।
রেডিওটুডে নিউজ/ইকে