
দিলীপ কুমার। ছবি ইন্টারনেট
ভারতের কিংবদন্তী বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার আর নেই। বুধবার (৭ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থান শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের পালমনোলোজিস্ট ডা. জলিল পার্কারের অধীনে চিকিৎসাধীন ছিলেন দিলীপ কুমার। তার মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন পার্কার।
এদিকে দিলীপ কুমারের ভেরিফায়েড টুইটার পেজ থেকে বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য যে, ষাট বছরের ক্যারিয়ারে দিলীপ কুমার ৬৩ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রী সায়রা বানু মুম্বাই চলচ্চিত্রের আরেক নামকরা অভিনেত্রী।