মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪,

১৯ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪,

১৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

সংসারের ইতি টানলেন আমির খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ৪ জুলাই ২০২১

আপডেট: ০৩:১০, ৪ জুলাই ২০২১

Google News
সংসারের ইতি টানলেন আমির খান

আমির ও কিরণ

বলিউডের মি. পারফেক্ট হিসেবে পরিচিত আমির খান ও প্রযোজক কিরণ রাও দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেদের বিচ্ছেদের কথা জানান এই দম্পতি। ভাইরাল হয়ে যাওয়া পোস্টে তারা লিখেছেন, ‘দীর্ঘ ১৫ বছরের এই সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক এগিয়ে চলছিল। বলা যায়, এবার আমরা জীবনের নতুন পথ শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।’

পোস্টটিতে আরও লেখেন, ‘আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের ওপর কোনোভাবেই পড়বে না। আমরা দুজনেই আজাদকে বড় করে তুলব। একসঙ্গে ছবি ও পানি ফাউন্ডেশনের কাজ করব।’

আমির খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন কিরণ রাও। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে ২০০২৷ সালে বিবাহবিচ্ছেদ করেন আমির। ২০০৫ সালে বিয়ে করেছিলেন আমির ও কিরণ। ২০১১ সালে সারোগেসির সাহায্যে ছেলে আজাদ রাও খানকে জন্ম দেন তারা। আমিরের সুপারহিট ছবি ‘লগান’ এ সহকারী পরিচালক ছিলেন কিরণ। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের