সংগৃহিত ছবি
নানা জল্পনা-কল্পনা শেষে প্রায় ৩ মাস পর বিশাল বহর নিয়ে বরিশাল নগরে প্রবেশ করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নগরভবনসহ দলীয় নেতাকর্মীরা মেয়রের অনুপস্থিতিতে অনেকটা নিস্প্রাণ ছিল।
সড়ক পথে বরিশালে আজ বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে পৌঁছান মেয়র সেরনিয়াবাত আব্দুল্লাহ। আগামী ২৪ জুন নগর ভবনের সামনে যুবলীগের শান্তি সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভার জন্য বরিশালে এসেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তার সঙ্গে মেয়র সাদেক বরিশালে এসে নেতাকর্মীদের নিয়ে নগরের কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে সভা করেন।
এর আগে তিনি গড়িয়ারপাড় পৌঁছালে নেতাকর্মীদের ঢল নামে রাস্তায়। শত শত মোটরসাইকেল বহর, যুবলীগ চেয়ারম্যান পরশ আর মেয়র সাদিককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। সেরনিয়াবাত ভবনে প্রবেশ করলে সেখানে শত শত নেতাকর্মী জড়ো হয়ে মুহুর্মুহ স্লোগান দিতে থাকেন।
শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিতে অংশ নিবেন মেয়র সাদিক। সেই উপলক্ষে চলছে প্রস্তুতি।
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বলেন, "আমরা আগে যেভাবে মেয়র সাদিকের নেতৃত্বে রাজনীতি করেছি তেমনি এখনও বরিশাল নগরের মাঠে থাকব।"
রেডিওটুডে নিউজ/এসবি