সংগৃহিত ছবি
বরিশাল শহরে রান্না ঘর থেকে লাগা আগুনে সাতটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। নগরীর নতুনবাজার আদি শ্মশান এলাকায়
আজ শনিবার (১১ মার্চ) ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেলাল উদ্দিন।
জানা গেছে, আজ (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় শহরের নতুন বাজার আদি শ্মশান এলাকার নিরোধ বাড়ৈর রান্নাঘর থেকে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পাশে থাকা ঘরগুলোতে। আর এতে নিরোধ বাড়ৈ, সেলিম, সুনীল, তরুন ঘোষ, তপন, কালু ও জামালের ঘর পুরোপুরি পুড়ে যায়। ভোরে এই ঘটনা ঘটায় অনেকে ঘুমিয়ে ছিলেন। ফলে কোনো পরিবারের লোকজনই পুড়ে ছাই হয়ে যাওয়া ঘর থেকে মালামাল বের করতে পারেনি।
ফায়ার সার্ভিস বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেলাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত, আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে। প্রাথমিকভাবে অবশ্য ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
রেডিওটুডে নিউজ/এসবি