পহেলা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সব কার্যক্রম। ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু রাখা এবং প্রতিষ্ঠানে সংস্কারের দাবিতে রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মচারীরা ভবনের সামনে গণ-অনশন করছেন। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন এর পরিচালক।
আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের সামনে অনশন কর্মসূচিতে কর্মচারীরা বলেন, গুটিকয়েক কর্মকর্তার কারসাজিতে বন্ধ হচ্ছে দুই যুগের বেশি সময় ধরে চলা লাইব্রেরির কার্যক্রম।
আর্থিক সক্ষমতা থাকার পরেও কেন পাঠক তৈরির এই কার্যক্রম বন্ধ করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
একইসাথে, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণের দাবি জানান তারা। এসময় অনশনস্থলে আসেন ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের পরিচালক।
জানান, প্রথম দফায় ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০২৩ থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়।
পরবর্তীতে মন্ত্রণালয় কিছু না জানানোয় বন্ধ করে দেয়া হচ্ছে এই প্রকল্প।