শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

চলে গেলেন ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার ও সুরকার আবু জাফর 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১২, ৬ ডিসেম্বর ২০২৪

Google News
চলে গেলেন ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার ও সুরকার আবু জাফর 

সর্বকালের সেরা গান ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই। তার এই গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বয়সজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। লোক–গবেষক সাইমন জাকারিয়া তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

আবু জাফর রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান তুমুল আলোড়ন তুলেছিল। একাধিক কালজয়ী গানের স্রষ্টা তিনি। এর মধ্যে ‘এই পদ্মা এই মেঘনা’ উল্লেখযোগ্য।

আবু জাফরের রচিত অনন্য সংগীতের মধ্যে রয়েছে ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’ প্রভৃতি উল্লেখযোগ্য। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের