১৯ জন খ্যাতনামা ও উদীয়মান শিল্পীর অংশগ্রহণে ঢাকা স্টোরিটেলার্সের আয়োজিত দিনব্যাপী চ্যারিটি আর্ট ক্যাম্প ‘আর্ট ফর চ্যারিটি’ ৩০ আগস্ট ব্যাপক সাড়া পেয়েছে। ঢাকার গুলশান-২’র জাস্টিস শাহাবউদ্দিন আহমেদ পার্কের মহিলা আঙিনায় অনুষ্ঠিত এ আয়োজনে একত্রিত হয়েছিলেন শিল্পপ্রেমী, দাতব্যকারি ও স্থানীয় জনগণ।
প্রয়োজনমতো সহায়তা প্রদান করার জন্য, এই আর্ট ক্যাম্পের সকল আয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে বিপর্যয় মোকাবেলা ও পুনর্বাসনের উদ্দেশ্যে। বাংলাদেশ সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং তারা ন্যূনতম চাহিদাগুলো মেটাতে হিমশিম খাচ্ছে।
মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আবদুস শাকুর শাহ, ফরিদা জামান, জামাল আহমেদ, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা, আহমেদ শামসুদ্দোহা, আইভী জামান, কনক চাঁপা চক্রবর্তী, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান আনিস, আজমীর হোসেন, সৌরভ চৌধুরী, মনজুর রশিদ, মানিক বনিক, অন্তরা মেহরুখ আজাদ, নবরাজ রায় এবং রাসেল রানা (সাজান)-এর মতো খ্যাতিমান শিল্পীদের বৈচিত্র্যময় শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।