
বাংলাদেশ থেকে ১৭ হাজার ৭৭৭ শ্রমিকের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর বর্তায় উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (২৭ এপ্রিল) সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়।
এরপর মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার ৭৭৭ জনের টাকা ফেরত দেয়া, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা আগামী ২৭ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে মালয়েশিয়ায় প্রায় ২০ হাজার শ্রমিক যেতে না পারার ঘটনায় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর।
তারা ভুক্তভোগীদের সব টাকা ফেরত দিতে বাধ্য। তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী ২৭ আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আজ নির্দেশ দিয়েছে বেঞ্চ।
গত বছর দেশের ইতিহাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। সেখানে বলা হয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ত্রিশ হাজার শ্রমিকের জীবন নষ্ট করে ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।
রেডিওটুডে নিউজ/আনাম