মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

সাঁড়াশি অভিযান

বাংলাদেশিসহ  ১৯ হাজার ৩৬১ জন অবৈধ অভিবাসী ধরা পড়লো মালয়েশিয়ায়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৪, ২০ এপ্রিল ২০২৫

Google News
বাংলাদেশিসহ  ১৯ হাজার ৩৬১ জন অবৈধ অভিবাসী ধরা পড়লো মালয়েশিয়ায়

অবৈধ অভিবাসী উচ্ছেদে একের পর এক সাঁড়াশি অভিযান পরিচালনা করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। চলমান এ অভিযানে বাংলাদেশিসহ আটক হচ্ছেন অসংখ্য অভিবাসী। চলতি বছরের ২ এপ্রিল পর্যন্ত মোট ৪৬ হাজার ৭৯০ জনের নথিপত্র ও তথ্য যাচাই বাছাই করা হয়েছে এবং দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে ১৯ হাজার ৩৬১ জনকে। এদের মধ্যে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

একই সময়ে ৪৪৮ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে অবৈধভাবে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দেওয়ার অভিযোগে আনা হয়েছে।

দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলছে- যেখানে অবৈধ অভিবাসীরা আধিপত্য বিস্তার করছেন সেসব স্থানে মনোযোগ দিচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়ার (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, তার বিভাগ স্থানীয় কর্তৃপক্ষ (পিবিটি) এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশসহ (পিডিআরএম) অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। কোনো আপস ছাড়াই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের