শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৪ চৈত্র ১৪৩১

শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৪ চৈত্র ১৪৩১

Radio Today News

দিল্লি নয়, ঢাকা থেকেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৫, ২০ মার্চ ২০২৫

Google News
দিল্লি নয়, ঢাকা থেকেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

এখন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে প্রক্রিয়া করা হবে। অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার টনি বার্ক বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফোন করে এ তথ্য জানান।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদকে জানিয়েছেন, ভিসা প্রক্রিয়ার এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার বার্কের কাছে এই অনুরোধ করেছিলেন।

এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশের নাগরিকদের ভিসা দিল্লি থেকে ইস্যু হতো। এ নিয়ে গত বছরের ২ নভেম্বর প্রেস সচিব শফিকুল আলম জানান, অস্ট্রেলিয়া চাচ্ছে তাদের ভিসা সেন্টার নয়া দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসার জন্য। অভিবাসন বিষয়ে ইরেগুলার অভিবাসন নিয়ে আরও জোরদার কথা বলতে চাচ্ছে দেশটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের