শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

২৯ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

২৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি ফিরছেন আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০২, ১৩ মার্চ ২০২৫

আপডেট: ১০:০৮, ১৩ মার্চ ২০২৫

Google News
লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি ফিরছেন আজ

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে গতকাল বুধবার (১২ মার্চ) দেশের উদ্দেশ্যে প্রত্যাবর্তন করা হয়েছে। প্রত্যাবাসিতদের আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।  

এ ছাড়া আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইট তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১২ মার্চ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন।

এ ছাড়া তাদের মধ্যে ১২ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটযোগে ১৩ মার্চ আনুমানিক ভোর ৩টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ত্রিপোলি থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদেরকে দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদেরকে লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে বিদায় জানান।

তিনি প্রত্যাবাসিত অভিবাসীদের ভবিষ্যতে দালাল ও পাচারকারীদের প্ররোচনা ও প্রতারণায় পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশে গমন না করার জন্য অনুরোধ জানান। 

প্রসঙ্গত, বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সরাসরি তত্ত্বাবধানে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজার ১৮৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বিশেষ করে দূতাবাস থেকে গত জুলাই ২০২৩ থেকে অদ্যাবধি মোট ৪ হাজার ৪০৫ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের