শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

Radio Today News

বিদেশ গমনেচ্ছুদের নতুন বার্তা দিলো সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

Google News
বিদেশ গমনেচ্ছুদের নতুন বার্তা দিলো সরকার

বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে সম্প্রতি এক শ্রেণির প্রতারক ও দালালচক্র নিয়মবহির্ভূত ও অবৈধভাবে বিদেশে কর্মসংস্থানের জন্য বিদেশে গমনে ইচ্ছুকদের প্রলুব্ধ করছে। এ পরিস্থিতিতে বিদেশে গমনে ইচ্ছুকদের সতর্কবার্তা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণির প্রতারক ও দালালচক্র নিয়মবহির্ভূত ও অবৈধভাবে বিদেশে কর্মসংস্থানের জন্য বিদেশ গমনেচ্ছুদের প্রলুব্ধ করছে। তারা মূলত বিদেশ গমনেচ্ছুদের ভালো অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে টুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ রাশিয়া, গ্রিস, লিবিয়া, লেবানন, মিশর, কম্বোডিয়া ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশে প্রেরণ করছে। টুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকায় সংশ্লিষ্ট গমনকারীগণ আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন।

এমনকি বিভিন্ন দেশে অবৈধ পথে গমনকারীগণের প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সকলকে বিদেশ গমনের পূর্বে নিম্নবর্ণিত বিষয়গুলির প্রতি সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করা হলো। দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা; কর্মসংস্থানের লক্ষ্যে বিএমইটি-এর বহির্গমন ছাড়পত্র ব্যতীত বিদেশ গমন না করা; জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) হতে কর্মসংস্থান এবং রিক্রুটিং এজেন্সির সঠিকতা নিশ্চিত হওয়া; কর্মসংস্থানের জন্য বৈধ রিক্রুটিং এজেন্সি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চুক্তি (সমঝোতা স্মারক) অনুযায়ী নারী কর্মীর মালয়েশিয়ায় কর্মসংস্থানের কোনো সুযোগ নেই; সোশ্যাল মিডিয়া (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) তে প্রচারিত ভুয়া বৈদেশিক চাকুরির বিজ্ঞপ্তি দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষার জন্য রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তার তথ্য বিএমইটি'র ওয়েবসাইট www.bmet.gov.bd বা প্রবাসবন্ধু কল সেন্টার (নম্বর ১৬১৩৫) হতে যাচাই করা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের