শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১৩ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১৩ পৌষ ১৪৩১

Radio Today News

১৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করছে ভারতীয় পুলিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৩, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:২৭, ২৬ ডিসেম্বর ২০২৪

Google News
১৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করছে ভারতীয় পুলিশ

ভারতের দিল্লি ,মহারাষ্ট্র, কেরল, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে চলছে অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযান। সেই অভিযানে মহারাষ্ট্রে একসঙ্গে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ, তিনজন মহিলা। ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বাই, নভি মুম্বাই, নাসিকের একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। স্থানীয় থানার সহযোগিতায় ১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।  

পুলিশের দাবি, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কারও কাছে বৈধ কোনো নথি ছিল না। আধার কার্ড থেকে শুরু ভোটার কার্ড কিছুই দেখাতে পারেননি তারা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে জাল আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ভারতে থাকার জন্য তারা এসব ভুয়া নথি ব্যবহার করছিলেন। তাদের বিরুদ্ধে কমপক্ষে ১০টি মামলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের