বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার ২ বাংলাদেশি নারীকে উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০০, ২০ নভেম্বর ২০২৪

Google News
মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার ২ বাংলাদেশি নারীকে উদ্ধার

মালয়েশিয়ায় যৌন নিপড়নের  শিকার হওয়া দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন বিভাগ। যৌন নিপীড়নের শিকার হওয়া ওই দুই নারীর বয়স ৩০ ও ৩৪ বছর। আজ মঙ্গলবার ( ১৯ নভেম্বর) অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার আড়াইটার দিকে কুয়ালালামপুরে বিশেষে অভিযান চালায় মালয়েশিয়ান অভিবাসন বিভাগ। পুত্রাজার ইমিগ্রেশন এর হেডকোয়ার্টারে ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীদের একটি দল এ বিশেষ অভিযানে অংশগ্রহণ করে।

বিশেষ অভিযানে দুই বাংলাদেশি নারী উদ্ধারসহ দুইজন পুরুষকে গ্রেপ্তার হয়েছে, যাদের বয়স ৩০ ও ৩৯ বছর। গ্রেফতারকৃত ২ বাংলাদেশি পুরুষকে মূল সিন্ডিকেট সদস্য  মনে করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৬০ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই ব্যাক্তিও বাংলাদেশি নাগরিক।

তবে উদ্ধার হওয়া দুইজন নারী ও গ্রেফতার হওয়া তিনজন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া যায়নি। বিবৃতিতে শুধুমাত্র তাদের বয়স প্রকাশ করা হয়েছে।

মালয়েশিয়ান অভিবাসন বিভাগের বিবৃতিতে বলা হয়, বিদেশি নারীদের বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসা নারীদের ২ হাজার রিংগিত বেতনের কথা বলে আনা হয়। পরবর্তীতে তাদের কোন কাজ না দিয়ে বিনা বেতনে অসামাজিক কার্যকলাপে বাধ্য করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের