ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর ফলে লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা চরম বিপদের মুখোমুখি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনছে।
সরকারি উদ্যোগে আন্তর্জাতিক অভিভাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় চার্টার্ড ফ্লাইটে আরও ১৫১ জন প্রবাসী মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং আইওএম বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান ফাতিমা নুসরাত গাজ্জালী। এর আগে সোমবার (৪ নভেম্বর) লেবানন থেকে ৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন প্রবাসী দেশে ফিরেছেন।
লেবাননে চলমান সংঘাতে এখন পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, লেবাননে যে সব প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে চান, তাদের সবাইকেই বাংলাদেশ সরকার নিজ খরচে ফিরিয়ে আনবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস তাদের নিরাপদে দেশে ফেরার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম