শুক্রবার,

০১ নভেম্বর ২০২৪,

১৭ কার্তিক ১৪৩১

শুক্রবার,

০১ নভেম্বর ২০২৪,

১৭ কার্তিক ১৪৩১

Radio Today News

লেবানন থেকে ফিরেছেন আরও ৫২ প্রবাসী বাংলাদেশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৯, ১ নভেম্বর ২০২৪

Google News
লেবানন থেকে ফিরেছেন আরও ৫২ প্রবাসী বাংলাদেশি

লেবানন থেকে ফিরেছেন আরও ৫২ প্রবাসী বাংলাদেশি। দেশটিতে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে আবেদনকারীদের মধ্যে এটি ষষ্ঠ দল।

বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে বৈরুতের রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টা ১০ মিনিটে তারা ঢাকার হযরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাদের বহনকারী উড়োজাহাজটি মাঝপথে দুবাইতে যাত্রাবিরতি করে। 

এ তথ্য নিশ্চিত করে শাহাজালাল বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন বলেন, এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৪ ফ্লাইটটি ১১টা ১০ মিনিটে অবতরণ করে। ফ্লাইটটিতে লেবানন থেকে ৫২ প্রবাসী বাংলাদেশি ফিরেছেন। 

দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের