ইতালিগমনেচ্ছুদের ভিসা সমস্যা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে তারা সব ভিসা দিয়ে দেবে।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যে একদিন সব ভিসা দেওয়া তো সম্ভব না, কাজেই এখন থেকে কাজ শুরু করেছেন তারা। গতি এখনো কম, আমরা চেষ্টা করবো যে গতি আরও বাড়ে। যাতে করে ২০ হাজার ভিসা বা কাছাকাছি সংখ্যা ভিসা এ বছরের শেষ নাগাদ যেন ইস্যু হয়ে যায়।
তিনি আরও বলেন, ভিসা প্রার্থী যারা, তারাও বিষয়টা জানেন এবং মেনে নিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম